মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর শুক্রবার। প্রতি নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ এই দুটি প্যানেল থেকে নির্বাচন অনুষ্ঠিত হয়।
কিন্তু এবারের নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি আইনজীবীরা। ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের লক্ষে নির্বাচনে ১১ জনকে দিয়ে প্যানেল দিতে হয়েছে। অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ ১৫টি পদেই প্যানেল দিয়েছে।
এছাড়া মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পিপি অ্যাড. মিয়াজান আলী একক ভাবে সভাপতি পদে নির্বাচন করছেন।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদে প্রার্থী হয়েছেন, তারা হলেন- সভাপতি পদে শাজাহান আলী, সহ-সভাপতি নজরুল ইসলাম, গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক এ কে এম আছাদুজ্জামান, যুগ্ম-সম্পাদক কে এম নুরুল হাসান(রঞ্জু), শাহরিয়ার মাহমুদ শাওন, কোষাধাক্ষ্য সিরাজুল ইসলাম, পাঠাগার ও সাংস্কৃতি সম্পাদক রোকেয়া খাতুন, নির্বাহী সদস্য পদে রুত শোভা মন্ডল, নাগিব মাহফুজ জুয়েল ও সেলিম রেজা।
জাতীয়তা বাদী আইনজীবী পরিষদে সভাপতি পদে আনোয়ার হোসেন, সহ-সভাপতি আদিল করিম, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম-২, মিজানুর রহমান, কোষাধাক্ষ্য এহান উদ্দিন মনা, পাঠাগার ও সাংস্কৃতি সম্পাদক এ এস এম হাসানুল্লাহ, নির্বাহী সদস্য হাসান মাহবুবুর রহমান, মোখলেসুর রহমান খান স্বপন, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম (সাহেব), শফিউল আযম খান বকুল, সেলিম রেজা গাজী ও খুরশিদা খাতুন। এছাড়া একক সভাপতি হিসেবে অ্যাড. মিয়াজান আলী নির্বাচনে প্রতিদ্বন্দি¦তা করছেন।
আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন জানান, গত ১৫ নভেম্বর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। সেখানে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ থেকে ১৫ জন এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে ১৫ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। এছাড়া সভাপতি পদে অ্যাড. মিয়াজান আলী একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। ১৯ নভেম্বর চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. বিমল কুমার রায়। তখন জানতে পারি আওয়ামী সমর্থিত প্যানেল চারজন সদস্য প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
এ ব্যাপারে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাড. আসাদুজ্জামান জানান, অ্যাড. মিয়াজান আলী প্রার্থী হওয়ায় দলীয় কোন্দল সৃষ্টি হয়। যে কারণে চারজন সদস্য প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। ফলে ১১ জনকে নিয়েই নির্বাচন করতে হচ্ছে।
একক সভাপতি প্রার্থী অ্যাড. মিয়াজান আলী বলেন, রাজনীতির মত করে আইনজীবী সমিতিকেও দ্বিখণ্ডিত করার চেষ্টা করছেন কিছু আইনজীবীরা। ফলে নির্বাচনে আমিসহ অ্যাড. ইয়ারুল ইসলামের সাথে বসার কথা বলেও তারা বসেননি। যার ফলে একক ভাবে সভাপতি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
প্রসঙ্গত, আগামী ২৭ নভেম্বর মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় শুরু নামাযের বিরতি দিয়ে বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষ হবে। এবার ১২৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।