দৈনিক যুগান্তর ও এর অনলাইন সংস্করণে ৭ জুন ‘সুদে ঋণ নিয়ে টিউশন ফি পরিশোধে চাপ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ডিপিএস এসটিএস স্কুল কর্তৃপক্ষ।
স্কুলের অধ্যক্ষ মধু ওয়াল প্রেরিত প্রতিবাদে বলা হয়, স্কুল থেকে অভিভাবকদের ওপর কোনো চাপ প্রয়োগ করা হয়নি। স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের জন্য ঋণ সুবিধা নিয়ে এসেছে যেভাবে স্কুল কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে অভিভাবকদের সহায়তায় নানা সুযোগ ও সুবিধা নিয়ে কাজ করে। এক্ষেত্রে, একটি ফাইন্যান্স সেবাদাতা প্রতিষ্ঠান স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে স্কুল কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে যে, ‘আগ্রহী অভিভাবকগণ’ চাইলে এ ফাইন্যান্স প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তবে ঋণের ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের কোনো ভূমিকা নেই।
প্রতিবাদে আরও বলা হয়, স্কুল কর্তৃপক্ষ কোনো ঋণের ব্যবস্থা করেনি। সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান নিয়মিত নানা সুযোগ ও সুবিধা নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। এবং এর মধ্য থেকে প্রাসঙ্গিকতা অনুযায়ী স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের জন্য সুবিধাজনক সুযোগের ব্যবস্থা করে।
ঋণ নিয়ে টিউশন ফি পরিশোধে কোনো চাপ প্রয়োগ করা হয়নি এবং ঋণের ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের কোনো ভূমিকা নেই বলেও প্রতিবাদে বলা হয়।
এছাড়া ‘এর আগে কয়েক দফা টিউশন ফির জন্য প্রতিষ্ঠানটি চাপ সৃষ্টি করে’- এমন বক্তব্যেরও প্রতিবাদ জানানো হয়। সূত্র-যুগান্তর