গত মঙ্গলবার ১২-১১-২০১৯ তারিখে “গাংনীর এক শিক্ষক রাজনৈতিক চক্রান্তের শিকার” শিরোনামে মেহেরপুর প্রতিদিন পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত এই সংবাদ প্রসঙ্গে গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: বিপ্লব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
প্রেসবিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন, প্রথমত সে শিক্ষক নন সে একজন কেরানি এবং স্বাধীনতা চেতনা বিরোধী মতবাদে বিশ্বাসী এবং সে রাইপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। সে তার ছাত্র জীবন থেকে কোন দিনই বঙ্গবন্ধুর আদর্শে এবং স্বাধীনতা স্বপক্ষের লোক ছিল না।
আওয়ামী লীগ সরকার যখন ২০০৮ সালে ক্ষমতায় আসে, তখন রাইপুর ইউনিয়ন তথা হাড়িয়াদহ গ্রামের মুজিব আদর্শের মানুষের রোষানলে পড়ে এবং গাংনীর চৌগাছা গ্রামে চলে আসে। এখানে এসেও সে আগের মতোই আওয়ামী লীগের নিরীহ নেতা কর্মীর উপর অন্যায় অত্যাচার অব্যাহত রেখেছে।
প্রতিবেদকের বক্তব্য, সংবাদটি প্রকাশ করার ক্ষেত্রে কয়েক জন আওয়ামী লীগ নেতা ও শিক্ষক পরিচয় দেওয়া কেরানী আব্দুল আলিমের বক্তব্য নেওয়া হয়।