মেহেরপুরের সন্তান খালিম মোশারফের ’শিক্ষা ও শিক্ষক’ বইটি প্রকাশিত হয়েছে ঢাকার সহজ প্রকাশ থেকে। বইটি বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাবে। বইটি অনলাইনে রকমারি থেকে কেনা যাবে। মেহেরপুরের রাজ্জাক লাইব্রেরিতে বইটি পাওয়া যাচ্ছে। অথবা এই নম্বরে ০১৭৭৬১৬২২২৮ কল দিয়ে বইটি সংগ্রহ করতে পারেন।
যে কোন পাঠক বইটি পড়লে প্রাথমিক শিক্ষা ও শিশু শিখন সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবেন। ‘শিক্ষা ও শিক্ষক’ বই এর প্রতিটি প্রবন্ধ প্রাথমিক শিক্ষা জগতকে শিশু, শিক্ষক ও অভিভাবকদের চোখ দিয়ে দেখার একটি সাবলীল পাঠ হিসেবে কাজ করে। এই বইটি শিক্ষক ও অভিভাবকদের প্রাথমিক শিক্ষার বর্তমান গতিধারা অন্বেষণে আগ্রহী করে তুলবে।
লেখক খালিদ মোশারফ বর্তমানে ইন্সট্রাক্টর (জেনারেল) হিসেবে পিটিআইতে কর্মরত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর থেকে ২০১২ সালে উচ্চশিক্ষা অর্জন করেন। তিনি বাংলাদেশের বিভিন্ন জেলায় শিক্ষামূলক প্রজেক্টে কাজ করেছেন। তিনি জাতীয় পত্রিকায় নিয়মিত কলাম লেখেন। বইটিতে তিনি শিক্ষা নিয়ে তার বিস্তৃত অভিজ্ঞতা শেয়ার করেছেন।