চলো সবে দেখি চাঁদ,
আকাশ জুড়ে রূপের ফাঁদ,
মনে খুশির আর্তনাদ
মন খুশিতে বাঁধছে বাঁধ।
হৃদয় খোঁজে মনের বাঁক
এই আনন্দে কাছেই থাক
মন উতালা পাখির ঝাঁক
মন বিরহে ছাড়ছে হাঁক।
শিউলি গাছে অনেক ফুল
জোছনা জলে হায়ায় কুল
হয়তো হবে মনের ভুল
এক কিশোরী পড়ছে দুল।
বর্ষা জলে ছুটছে বান,
কদম দুলে ছিঁড়ছে কান
মুখে ফুটছে পল্লী গান
সেই সুরেতে পাগল প্রাণ।
আমের ভরে ঝুলছে ডাল
কাঁচা আমে ধরছে লাল
লোভে থাকি চিরকাল
কখন খুলে পোড়া ভাল্।