অনেকটা সময় লবঙ্গের সুঘ্রাণে হারিয়ে গেছে,
পরম সহিষ্ণতায় দুঃখগুলো প্রথিত মনে
সাত সাতটি বসন্ত পুড়ে গেছে তপ্ত বৈশাখে,
প্রতিশ্রুতির নামতা মেলেনি প্রতিশ্রুত ধারাপাতে।
গর্ভিণী মেঘেরা আজ সুখের বার্তা নিয়ে এসেছে
হলুদ পাতার বদলে জেগেছে সবুজ কিশোলয়,
অনুভব ছুঁয়ে সৌভাগ্যের বারান্দায় সুগন্ধ ছড়ায়
স্বপ্নলতিকা এখন জানালার কার্নিশ ছুঁয়ে যায়।
তবুও ঝড় উঠে স্বপ্নঘোরে ঘুমের আঁধার ভেঙে
বিস্ফোরিত আগ্নেয়গিরির জ্বালামুখ বেয়ে
প্রথিত কষ্টগুলো নিঃশব্দ কান্নায় জেগে উঠে
সুঘ্রাণ গোলাপে কাঁটাগুলো অলক্ষ্যে থাকে চেয়ে।
দূরে ঐ নীলিমায় পাখিরাও উড়ে যায় ফিরে
আঙ্গুলের ফাঁকে সূতাকাটা ঘুড়িটাও উড়ে যায় দূরে
দূরে— অনেক দূরে..! অনেক— দূরে..!