করোনার ভাইরাস প্রার্দূভাবের শুরু থেকেই কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মেহেরপুর পৌর মাহফুজুর রহমান রিটন। প্রতিদিনই তিনি নিজেই মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি ।
শুক্রবার বিকালে পৌরসভার ১নং ওয়ার্ডের ঘোষপাড়ার ৫৫০ টি কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে মেয়র বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা দিয়েছেন নির্বাচনের সময় যেমন বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া হয়েছে ঠিক তেমনি যেকোন দুঃসময়ে কর্মহীন অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী দিয়ে নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমি আমার নিজস্ব তহবিল থেকে এসব সাহায্য-সহযোগিতা করে যাচ্ছি। এ কার্যক্রম অব্যহত থাকবে ইনশাআল্লাহ। পৌরবাসীর উদ্দেশ্যে তিনি আরো বলেন আপনারা ঘরে থাকেন আমি আছি আপনাদের পাশে। খাদ্যসামগ্রী পৌঁছে যাবে আপনার দুয়ারে।
খাদ্য সামগ্রী বিতরনকালে সহযোগীতা করেন, পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, মীর জাহাঙ্গীর, যুবলীগ নেতা আমানুর রহমান সোহেল, ইয়ানুস আলী, শেখ সারাফদ্দিন, সাজাহান, জুয়েল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।