জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন নেতৃত্বে থাকবেন ততদিন মেহেরপুর মুজিবনগর বাসীদের সম্মান সবার উপরে থাকবে। আমরা যেখানেই যাই না কেন এই মুজিবনগরের জন্য আমাদের সম্মান করে।
তিনি আরো বলেন, তাই তো আমাদের উপলব্ধি করতে হবে, যেই সরকারের মাধ্যমে আমাদের ছেলে মেয়েরা শিক্ষিত হবে, দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকবো, সকল সুযোগ সুবিধা পাবো সেই সরকার তো আমাদের থাকার দরকার। আজ উজলপুর গ্রামে থেকে ইমরুল কায়েসের মত একজন ক্রিকেটার উঠেছে। আর এই ক্রিকেটের উন্নয়ন করেছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার বিকাল ৪ টার সময় মেহেরপুর সদর উপজেলার উজুলপুর ভৈরব নদের পুরাতন ফেরিঘাটের উপর ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উজলপুরে এক সমাবেশে তিনি এ একথা বলেন।
মেহেরপুরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, জুমের মাধ্যমে বক্তব্য রাখেন জাতীয় ক্রিকেট দলের সদস্য ইমরুল কায়েস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সদর উপজেলা প্রকৌশলী আবদুল হামিদ, মেহেরপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান, নব নির্বাচিত সদস্য রাজন আলী সহ প্রমুখ।
এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুরের উজলপুর ভৈরব নদের উপর ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে মোনাজাত অনুষ্ঠিত হয়।
মেহেরপুর এলজিইডির উদ্যোগে জি কে আই আই ডি পি প্রোজেক্টের ৬ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যায়ে মেহেরপুর সদর উপজেলার উজলপুর ভৈরব নদের উপর ৯৬ মিটার ব্রিজ নির্মাণ করা হবে।