বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে মেহেরপুর জেলা যুবলীগ।
রবিবার দুপুরে মেহেরপুর সদর স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগারে জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজ রহমান রিটন এই কর্ম সূচি পালন করেন।
এ সময় তিনি বলেন করোনা কালীন আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি, যার ভিতরে ছিলো মাস্ক বিতরণ, জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও বিভিন্ন ইউনিয়ন ফলজ, বনজ,ও ওষাধী গাছ বিতরণ করেছি।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, বাপ্পি, সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান হিলন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান অপু, জেলা যুবলীগের সদস্য সাজাদুর রহমান সাজু, মাহবুব ডালিম, মেজবাহউদ্দিন, শেখ সারাফত, আফজাল হোসেন।