মেহেরপুর সদর উপজেলার চাঁদবীল গ্রামে প্রবাস ফেরতের বাড়িতে চুরি করতে গিয়ে জনতার পিটুণী খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আলামিন হোসেন (৩৫) নামের এক চোর।
লামিন হোসেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের ইলিয়াছ হোসেনের ছেলে।
আজ রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে চাঁদবীল গ্রামের মালেশিয়া প্রবাস ফেরত খোকনের বাড়িতে চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে আলামিন। পরে তাকে বেদম উত্তম মাধ্যম দিয়ে সদর থানা পুলিশের হাতে তুলে দেন।
মেহেরপুর সদর থানা পুলিশ তাকে নিয়ে এসে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি হয়।
হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক মাসুদ জানান, তার মাথা ফেটে গেছে। এছাড়া শরীরের অসংখ্য স্থানে ফোলা জখম রয়েছে। তাকে পুলিশী প্রহরায় ভর্তি রাখা হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, স্থানীয় গ্রামবাসি তাকে চুরির অপরাধে ধরে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তাকে আহতাবস্থায় মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ্য হয়ে উঠলে আইনি প্রক্রিয়া শুরু হবে।
সম্প্রতি সময়ে একই গ্রামের ওমর আলীর ও আমিনুল ইসলামের বাড়িতে চুরি সংঘটিত হয়েছে।
উল্লেখ্য, চোর আলামিন হোসেন মোটরসাইকেলে চড়ে বিভিন্ন এলাকায় চুরি করে বেড়াই বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।