প্রবাস পাড়ায় মরুর বুকে
স্বপ্ন কুড়াই রোজ
দহ পুড়ে কালো হলো
রাখিনি তার খোঁজ।
ঋণের টাকা শোধাতে যে
গল বছর তিন
সুখের বদল আমার ঘরে
বাজে দুখের বীণ।
দিনটা কাটাই ব্যস্ত কাজে
হয় না রাতে ঘুম
স্বপ্নগুলো ব্যর্থ সুরে
কানে যে দেয় চুম।
স্বপ্ন তবু নিত্য নতুন
জড়ায় আমার মন
দুখের সাথে যুদ্ধ করে
চলছি সারাক্ষণ।