মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুর রাজ্জাক খান (মেগা) আজ সোমবার দুপুর ২ টা ৪৫ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আব্দুর রাজ্জাক খান মেহেরপুর সরকারি বালক বিদ্যালয় ও সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করে ২০০২ সালে অবসরে যান। শিক্ষকতার পাশাপাশি তিনি মেহেরপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ভৈরব সাংস্কৃতিক চত্বরের সভাপতির দায়িত্ব পালন করেন এবং সংগঠনটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার অসামান্য অবদানের জন্য সংগঠনটি তার প্রতি চির কৃতজ্ঞ থাকবে।
তার ছেলে রাফসান খান (তনন) ইংল্যান্ডের এক বিমানবন্দরে কর্মরত এবং ছেলের বউ মৌসুমী আক্তার ব্রিটেনের একটি ‘ল’ ফার্মে কাজ করেন। মেয়ে রশি মনি মেহেরপুর কৃষি ব্যাংকে কর্মরত এবং জামাতা একজন ব্যাংকার। তিনি মেহেরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বোস পাড়ায় পরিবারসহ বসবাস করতেন।
পারিবারিক জীবনে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।