সামাজিক সচেতনতা কর্মকান্ডের প্রশংসায় ভাসছেন হরিনাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।শুধু এলাকায় সভা সমাবেশ নয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন শিক্ষা ও সচেতনতামুলক কর্মকান্ড।
ওসি সাইফুল ইসলাম বলেন, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, টিকটক, আত্যহত্যা, কিশোরগ্যাঙ, জঙ্গিবাদ, মোবাইল প্রতারক, হ্যকিংসহ অপরাধমুলক বিভিন্ন কর্মকান্ড এখন আমাদের সমাজের রন্ধে রন্ধে পৌছে গেছে। এসব প্রবনতার কারণে বিশেষ করে ধ্বংস হচ্ছে আমাদের যুব সমাজ।
এসব প্রবণতা থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করছে ছাত্র ছাত্রীর অভিভাবক ও শিক্ষক গন।
শিক্ষার্থী রাজিব হোসেন ও আম্বিয়া খাতুন বলেন, ওসি স্যারের এ কর্মকান্ড আমাদের সাহষ যোগাচ্ছে। এর ফলে মাদক, ইভটিজিং, কিশোরগ্যাঙ, জঙ্গিবাদ, মোবাইল প্রতারণার মত অপরাধও কমে যাবে।
অভিভাবক আবুল হোসেন ও জামাত আলী বলেন, ওসি সাইফুল ইসলামের কর্মকান্ডে এলাকার যুব সমাজের মাঝে জাগরণ তৈরী হবে।
সোমবার উপজেলার ৪ নং দৌলতপুর ইউনিয়নের সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতা মুলক বক্তব্য শেষে হরিণাকুন্ডুতে মাদক এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণাও করেন তিনি।
৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান ডাঃ আবুল কালাম আজাদ, সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দিন, সাংবাদিক সোহরাব, ইউপি সদস্য জামির উদ্দিন উপস্থিত ছিলেন।