ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ইশ্বরবা এলাকায় প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ লেগে রাস্তার পাশের দোকানে ঢুকে যায় মাইক্রোবাস।
এ ঘটনায় মাইক্রোবাসের চালক আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঈশ্বরবা এলাকার ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কালীগঞ্জ থেকে কোটচাঁদপুরের দিকে বাম পাশ দিয়ে মাইক্রোবাসটি যাচ্ছিল। এ সময় কালীগঞ্জ শহরের দিকে যাওয়া প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ লাগে।
মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে যায়। তবে এ সময় দোকানে কেউ না থাকায় বড় ধরনের ঘটনা ঘটেনি। মাইক্রোবাসের আঘাতে দোকানের একটি পিলার, কয়েকটি টেবিল ও একটি টেলিভিশন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাইভেটকারটিতে বেশ কিছু ময়নাপাখি নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্ঘটনার পরপরই সেগুলো অন্য গাড়িতে সরিয়ে ফেলা হয়।
মাইক্রোবাসের চালক মহেশপুর উপজেলার পদ্মপুকুর এলাকার মুকুল হোসেন জানান, তিনি কালীগঞ্জ শহর থেকে মহেশপুরের দিকে যাচ্ছিলেন। হঠাৎ প্রাইভেটকারটি এসে তার গাড়িতে ধাক্কা দেয়। এরপরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মতলেবুর রহমান জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।