পূর্ব বাংলায় জন্ম মাগো, বাংলায় কথা বলি।
বাংলা নিয়ে গর্ব মোদের, বাংলায় কবিতা রচি।
বাংলা মোদের মাতৃভাষা, বাংলা প্রাণের সুর।
সব ভাষার চাইতে মাগো বাংলা সুমধুর।
জন্ম নিয়ে শিখলাম মাগো বাংলায় মা বলা।
সেই বাংলাকে হনন করে শাসক শ্রেণি যারা।
আমরা তোমার দামাল ছেলে, শৌর্যে অনির্বাণ।
হাসি মুখে তাই রক্ত দিলাম রাখতে ভাষার মান।
ওরা তো জানেনা মাগো, আমরা বীরের জাতি।
রক্ত দিয়ে গড়া মোদের সোনার বাংলার মাটি।
মোদের রক্তে মিশে আছে স্বাধীনতার ঘ্রাণ,
একাত্তরে পেয়েছি বিজয়, গেয়েছি স্বাধীন বাংলার গান।