খুব বিপদে প্রভু তুমি
এই আমাকে পুড়তে শেখাও,
ধৈর্য্য ধরার শিতল হাওয়ায়
এই আমাকে উড়তে শেখাও!
হাজার দুঃখে,হাজার কষ্টে
এই আমাকে হাসতে শেখাও,
যেজন দিলো আঘাত আমায়
তাকেও ভালোবাসতে শেখাও!
গভীর জীবন যন্ত্রণাতে
ভালো কিছু করতে শেখাও,
হাজার বাঁধা সব পেরিয়ে
ভালোভাবেই মরতে শেখাও!
প্রতিবাদে অনল হয়ে
এই আমাকে জ্বলতে শেখাও,
সত্য-ন্যায়ের পাহাড় পথে
এই আমাকে চলতে শেখাও!
সততাকেই শক্তি করে
হাজার সিঁড়ি উঠতে শেখাও,
সবার তরে,দেশের তরে
গোলাপ হয়ে ফুটতে শেখাও!
লেখক: ছড়াকার,মেহেরপুর প্রতিদিন