নিরাপদ মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে বেশ জনপ্রিয় টেলিগ্রাম। বর্তমানে এটি ব্যবহার করতে কোনো অর্থ লাগে না। নেই কোনো বিজ্ঞাপন বা সাবস্ক্রিপশন ফি। তবে শিগগিরই সেই চিত্র বদলাচ্ছে। প্রিমিয়াম সেবা আনার দ্বারপ্রান্তে টেলিগ্রাম।
একটি ডেটা স্ট্রিং থেকে গেছে যখন মেসেজিং অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করা হবে তখন স্ক্রিনে প্রদর্শিত বার্তাতে পরিবর্তন আসছে।
বর্তমানে ওই স্ক্রিনে লেখা আসে, ‘টেলিগ্রাম সব সময়ের জন্য ফ্রি। কোনো বিজ্ঞাপন নেই। কোনো সাবস্ক্রিপশন ফি নেই’। তবে এই লেখা পরিবর্তন হয়ে দেখাবে, ‘টেলিগ্রাম চ্যাট ও মিডিয়ার জন্য বিনামূল্যে আনলিমিটেড ক্লাউড স্টোরেজ সেবা দিয়ে থাকে’।
আসছে ৩০ টেরাবাইটের হার্ড ড্রাইভআসছে ৩০ টেরাবাইটের হার্ড ড্রাইভ
নতুন এই লেখা থেকে এটা প্রতীয়মান হচ্ছে যে, সাবস্ক্রিপশনভিত্তিক প্যাকেজ নিয়ে কাজ চলছে এবং শিগগিরই সেটি উন্মুক্ত করবে টেলিগ্রাম।
পেইড অ্যাকাউন্ট, স্টার ব্যাজসহ সামনে আরও কিছু পরিবর্তন আনার পরিকল্পনায় রয়েছে মেসেজিং প্ল্যাটফর্মটি।