হৃদয় শুধু তোমার ছোঁয়ায়
শিহরিত হয় মন,
স্বপ্নের চোখে বিভোর আমি
তোমাতে সারাক্ষণ।
কোমলপ্রাণ নীতিবাদী মনে
ছুঁয়েছে প্রেমের কাব্য,
রসের হাঁড়ি ভেঙ্গে চুরমার
জন্মাবে আবার নব্য।
প্রেমের কাব্য বিকশিত হবার
ক্ষণেই সুযোগ খুঁজে,
হৃদয়ে শুধু আচমকা হাওয়া
শিহরিত মন বুঝে।