কত ব্যথা বুকে বলি নাতো মুখে
আঁখিপাতে ঝরে জল,
দিলে না মূল্য সর্ষে তুল্য
বৃথা প্রেম ফলাফল।
ব্যস্ত শহরে বেদনা বহরে
প্রতীক্ষা করি শত,
দেখা যদি হতো দুঃখটা যেতো
থাকতো না আর ক্ষত।
মনে পড়ে আজো হৃদয়েতে বাজো
ঘুমহীন দু’টি চোখে,
সয়েছি যাতনা মনেতে গাঁথো না
জানুক সকল লোকে!
দিনমান ভাবি ছিলো প্রেম দাবি
শূন্যতে দিলে ঠাঁই,
তবু কেন জানি স্মৃতি বয়ে আনি
প্রেমানলে পোড়ে ছাই!
সুখি যদি হতে তুমি কোনোমতে
তবে দুঃখটা দিতে,
দু’টি চোখে ভাসি দেখে যাও আসি
পারি না যাতনা নিতে।