বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক ভারত। ফাইনালে ভারতের সঙ্গী হতে দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে প্রোটয়ারা।
বিশ্বকাপে টানা দুই জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর নেদারল্যান্ডের বিপক্ষে হারে বড় অঘটনের শিকার হয়েছিল তারা। এরপর টানা চার জয় পায় প্রোটিয়ারা। তবে চলতি বিশ্বকাপে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকা নিজেদের সর্বশেষ ম্যাচে স্বাগতিক ভারতের কাছে হোঁচট খায়।
পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে প্রোটিয়ারা। এবার সেমিফাইনালে জিতে ‘চোকার্স’ তকমা থেকে বের হতে চায় তারা। এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা।
অপরদিকে, টানা দুই হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এরপর টানা সাত ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে অজিরা। এই ম্যাচ জিতে হেক্সা জয়ের মিশনে আরেক ধাপ এগিয়ে যেতে চায় তারা। অস্ট্রেলিয়াও দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে। একাদশে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল।
দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, কেশব মহারাজ, জেরাল্ড কোয়ের্টজে, কাগিসো রাবাদা, মার্কো জানসেন ও তাবরিশ সামশি।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, মার্নাস লেবুশানে, জশ ইঙ্গলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, অ্যাডাম জ্যাম্পা।
সূত্র: ইত্তেফাক