আউলা বায়ে শহর গাঁয়ে
বৈশাখ আসে ফিরে।
বাউল নাচে পুতুল নাচে
সবাই দেখে ঘিরে।
শহর গাঁয়ে বটের ছায়ে
বসে মজার মেলা।
ছেলেমেয়ে খেলাধূলায়
কাটে সারাবেলা।
হরেক রকম অশন বসন
এ মেলাতে মিলে।
কেনাকাটা করে সবাই
অতীতকে যায় ভুলে।
বাংলায় বাংলা নববর্ষ
বাঙালিরদের হরষ।
দেখতে খেলতে খেতে গাইতে
বাধ মানে না বয়স।