গাজায় মুসলমানদের উপর ইসরাইলী গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরের দিকে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের উদ্যোগে মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মেহেরপুর সদর উপজেলার সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আহলে হাদিসের কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহলে হাদিস ইমাম পরিষদের সভাপতি আব্দুর রশিদ আক্তার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাজমুল হোসেন, মনিরুল মনিরুজ্জামান, ইয়াকুব আলী, সাজিদুর রহমান আকাশ প্রমূখ। পরে গাজায় মুসলমানদের উপর ইসরাইলী গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মেহেরপুর সদর উপজেলার সভাপতি রবিউল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।