নতুন মাদক ওয়েলসিয়ারেক্স। যা ফেন্সিডিল এর বিকল্প হিসেবে ব্যবহার করছে মাদকসেবীরা। জানা গেছে সীমান্তবর্তী এলাকায় প্রশাসনের কঠোর তৎপরতায় কোনঠাসা মাদক ব্যবসায়ীরা। যে কারণে ফেন্সিডিলের দাম আকাশ ছোঁয়া। আর এই সুযোগ কাজে লাগিয়ে ফেন্সিডিলের বিকল্প হিসেবে আসছে
ওয়েলসিয়ারেক্স। গতকাল মঙ্গলবার রাতে মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে অভিযান চালিয়ে ২৭ বোতল ওয়েলসিয়ারেক্সসহ দু’জনকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। আটককৃতরা হলো চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার জগন্নাথপুর গ্রামের ছদর উদ্দিনের মেয়ে মোছাঃ মুক্তি খাতুন (৩২) ও মেহেরপুর সদর উপজেলার গোভীপুর উত্তরপাড়ার আমিরুল ইসলামের ছেলে মোঃ শাহীন হোসেন (৩০)। ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, গোপন সংবাদে জানতে পারি মুজিবনগর উপজেলার মহাজনপুর এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে
এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি স্যারের নির্দেশনা মোতাবেক এস আই (নিঃ) মুক্ত রায় চৌধুরী, পিপিএম এর নেতৃত্বে এএসআই (নিঃ) মাহাতাব উদ্দিন, এএসআই (নিঃ) ইব্রাহিম বিশ্বাস ও সঙ্গীয় ফোর্স সহ মহাজনপুর এলাকায় অভিযান চালিয়ে মোছাঃ মুক্তি খাতুন ও মোঃ শাহীন নামের দু’জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৭ বোতল কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্য ওয়েলসিয়ারেক্স ও একটি পাখিভ্যানসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মুজিবনগর থানায় নিয়মিত মামলা রুজু হইয়াছে। উক্ত আসামীদের বিরুদ্ধে আরও মামলা বিচারাধীন আছে।