চার বছর পর ফের সস্তার আইফোন বাজারে আসতে চলেছে। ফেব্রুয়ারি-মার্চ নাগাদ আইফোনের লো প্রাইস এডিশন প্রকাশ পেতে চলেছে।
মার্কিন সংস্থা ব্লুমবার্গ জানিয়েছে, নতুন যে সস্তার আইফোনটি বাজারে আসছে, সেটির স্ক্রিন সাইজ ৪.৭ ইঞ্চি থাকতে পারে।
তবে তাতে আইফোন ৮-এ যেমন রেটিনা এইচডি ডিসপ্লে ব্যবহার হয় তেমনটা নাও হতে পারে।
পরিবর্তে ব্যবহার হতে পারে একটু কম দামের এলসিডি স্ক্রিন। অন্যান্য ফিচারেও সামান্য হেরফের হতে পারে।
তবে ‘আইফোন ৮’-এ যে প্রসেসর ব্যবহার হয়েছে সেই স্পিডের প্রসেসরই ব্যবহার হতে পারে বলে জানিয়েছে ব্লুমবার্গ।
নতুন আইফোনের সস্তার এডিশনটির দাম কত হবে সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি ব্লুমবার্গের পক্ষ থেকে।
অ্যাপলও বিষয়টি নিয়ে এখনো কোনো রমক মন্তব্য করেনি। তবে বিশেষজ্ঞদের ধারণা, যারা কম দামের আইফোন খোঁজেন, তাদের জন্য সুখবরই বটে।
এর আগে ২০১৬ সালে প্রথম সস্তার ‘আইফোন এসই’ বাজারে আনে অ্যাপল। তবে এবার যে সস্তার আইফোনটি বাজারে আসতে চলেছে, সেটি স্পেসিফিকেশনের দিক থেকে ‘আইফোন ৮’-এর সমতুল্য হবে বলে মনে করা হচ্ছে।
সূত্র: আনন্দবাজার