ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে আইফোন ১৩ ঘাটতি

বিশ্বব্যাপী চলমান চিপ সংকটে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের তুলনায় অনেকটা কম ভোগান্তিতে পড়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল। তারপরেও এই সংকট অ্যাপলকে বেকায়দায় ফেলেছে, এমনকি কোম্পানির অন্যতম পণ্য আইফোনের সরবরাহেও বিঘ্ন ঘটছে।

খবরে বলা হয়য়, নতুন আইফোন ১৩-এর চাহিদানুযায়ী সরবরাহের যে ঘাটতি রয়েছে তা অন্তত আগামী ফেব্রুয়ারির আগে পূরণ হবে না। অ্যাপলের প্রচুর অর্থ বিনিয়োগ কিছু জায়গায় চিপ সংকটকে সীমিত করতে সাহায্য করেছে। টিএসএমসি তাদের উৎপাদনের অধিকাংশই অ্যাপলের চিপের জন্য বরাদ্দ করে রেখেছে।

তারপরেও কিছু চিপ সংকট থেকেই যাচ্ছে এবং আইফোন উৎপাদনকে ব্যহত করছে। বিনিয়োগকারীদের কাছে এক নোটে টিম কুক বলেছেন, গত প্রান্তিকে কম্পোনেন্ট সরবরাহ জটিলতার কারণে কোম্পানির ৬ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে এবং শুধু চলতি বছরের শেষ তিন মাসে এ সংখ্যা বাড়তে পারে।