২১শে ফেব্রুয়ারি ছিল-
ভাইয়ার যাওয়ার দিন!
ভাইয়ার কাছে রয়েগেছে কত-
স্মতি, শৈশবের কত ঋণ!
ভাইয়া যে দিন বিদায় নিলো-
বললো ফিরে আসবো!
ফিরব ভাষাকে মুক্ত করে-
স্বাধীন মাতৃভাষার গান গাইবো!
সেই দিন থেকে পথ চেয়ে আছি-
ভাইয়ার অপেক্ষায় !
ফিরবে ভাইয়া বলবে ডেকে আমায় –
আই খুকি দুজন মিলে স্বাধীন-,
মাতৃভাষার বিজয়ের গান গাই!
দিশাহীন আঁখী পথ চেয়ে থাকি-
ব্যাকহীন ভাষায়!
বুকের ভেতর কে যেনো কেঁদে –
কেঁদে বলে ভাইয়া তুমি কোথায়!
আবার ফিরে এলো ২১শে ফেব্রুয়ারি-
মাতৃভাষা হলো মুক্ত!