বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে ধরা হয় ফেসবুককে। বহু মানুষ প্রতিদিন এই প্ল্যাটফর্মে অনেক সময় ব্যয় করেন। যার ফলে এই মাধ্যমটি থেকে অর্থ উপার্জনের সুযোগ সত্যই সীমাহীন। এখানে অর্থ উপার্জনের বিভিন্ন উপায় রয়েছে। ছোট থেকে বড় সবাই তাদের আর্থিক সম্ভাবনা উন্নত করতে ফেসবুকের শক্তিকে কাজে লাগাচ্ছেন।
ফেসবুকের ভিডিও, রিলস, পেজ থেকে আয় করা যায়। শুধু তাই নয়, বর্তমানে ফেসবুকের স্টোরি থেকেও আয় করার ব্যবস্থা আনছে মেটা। ফেসবুক পাবলিক স্টোরিগুলোতে ভিউয়ের ভিত্তিতে ক্রিয়েটরদের অর্থ উপার্জনের সুবিধা চালু করছে। এখন কনটেন্ট ক্রিয়েটর কিংবা ব্যবহারকারীরা তাদের কনটেন্ট ফেসবুক স্টোরিতে শেয়ার করলেও সেখানে যে ভিউ হবে তার ভিত্তিতে আয় করতে পারবেন।
এটি স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকের মনিটাইজেশন প্রোগ্রামের সদস্যদের জন্য চালু হবে। ধরুন, কেউ যদি কোনো রেসিপির ভিডিও করে সেখান থেকে কয়েকটি ক্লিপ বা ছবি স্টোরিতে শেয়ার করেন, তাহলেও সেখানে আয় করা যাবে। স্টোরির পেমেন্ট নির্ধারিত হবে কনটেন্টের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে। অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক ভিউয়ের শর্ত ছাড়াই নির্মাতারা আয়ের সুযোগ পাবেন।
ফেসবুক গত বছর কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম চালু করেছিল, যাতে তার ইন-স্ট্রিম বিজ্ঞাপন, রিল বিজ্ঞাপন এবং পারফরম্যান্স বোনাস প্রোগ্রামগুলোকে একত্রিত করে একটিতে পরিণত করা যায়। ফলে স্টোরির জন্য আলাদা মনিটাইজেশনের প্রয়োজন নেই।
সূত্র: যুগান্তর