করোনাভাইরাস মহামারীর মধ্যে ফেসবুকে এসেছে কেয়ার ইমোজি। এ বিষয়ে গত এপ্রিলেই ঘোষণা দেওয়া হয়। ফেসবুকে নিয়মিত থাকলে এ ইমোজির সঙ্গে আপনার এরইমধ্যে পরিচিতি থাকার কথা। কারণ ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে এরইমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে কেয়ার ইমোজির ব্যবহার। যেভাবে কেয়ার ইমোজি পাবেন:
১. প্রথমে আপনার ফেসবুকের (লাইট ভার্সনে হবে না) অ্যাপটি আপডেট করুন।
২. এবার প্রোফাইলে থাকা কোনো পোস্টে কমেন্ট করুন এটি লিখে #Care_Emoji_ON।
৩. এরপর ওই কমেন্টে রিয়্যাক্ট করার সময় আপনি কেয়ার ইমোজি দেখতে পাবেন।
৪. এর ১০-২০ মিনিট পর আপনি সব পোস্টে কেয়ার ইমোজি পাবেন।