ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে পরিচিত ব্যক্তিদের সঙ্গে ফেসবুকে যোগাযোগ করেন অনেকেই। সার্চ বক্সে কারও নাম লিখলে নিজস্ব অ্যালগরিদম কাজে লাগিয়ে প্রথমে বন্ধুদের আইডি, এরপর বন্ধুদের বন্ধুর আইডি থেকে সার্চ ফলাফল প্রদর্শন করে ফেসবুক। ফলে চাইলেই সবার ফেসবুক আইডি সহজে খুঁজে পাওয়া যায় না। তবে কিছু কৌশল অবলম্বন করে সার্চ করলে সহজেই কাঙ্ক্ষিত ব্যক্তির ফেসবুক আইডি খুঁজে পাওয়া যায়।
অপরিচিত কােরা ফেসবুক আইডি খুঁজে পেতে প্রথমেই সার্চ বক্সে তাঁর নামের সঠিক বানান লিখে সার্চ করতে হবে। প্রাথমিকভাবে নামের সঙ্গে মিল থাকা একাধিক ফেসবুক ব্যবহারকারীর আইডি দেখা যাবে। কাঙ্ক্ষিত ব্যক্তির ফেসবুক আইডি দেখা না গেলে সার্চ ফলাফলের নিচের দিকে থাকা সি অল অপশনে ক্লিক করতে হবে। এরপর পেজের বাঁ পাশে থাকা ফিল্টার অপশনে কাঙ্ক্ষিত ব্যক্তির শহরের নাম, কর্মস্থল, শিক্ষা প্রভৃতি তথ্য লিখে পুনরায় সার্চ করতে হবে।
এর ফলে কাঙ্ক্ষিত ব্যক্তি কোন শহরে বসবাস করেন, পেশার ধরন, কোন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করেছেন বা সাবেক কর্মস্থলের নাম পর্যালোচনা করে দ্রুত সেই ব্যক্তির আইডি খুঁজে দেবে ফেসবুক। তবে কাঙ্ক্ষিত ব্যক্তি ভিন্ন নামে বা ভুল তথ্য দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুললে সার্চ করে পাওয়া যাবে না।
সূত্র:প্রথমআলো