ছোট আকারের ভিডিও তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় অল্প সময়ের মধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে টিকটক। ব্যবহারকারী ও জনপ্রিয়তা বাড়ার পাশাপাশি পাল্লা দিয়ে ভিডিও ধারণের সময় বাড়াচ্ছে তারা। আর তাই টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে এবার নিজেদের ছোট ভিডিও তৈরির সুবিধা ‘রিলস’–এ ভিডিও ধারণের সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে ফেসবুক। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে ৬০ সেকেন্ডের পরিবর্তে ৯০ সেকেন্ড পর্যন্ত ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করা যাবে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুবিধা পাবেন।
রিলসের নতুন এ সুবিধা কাজে লাগিয়ে কনটেন্ট নির্মাতারাও ফেসবুক রিলসের জন্য আকারে বড় ভিডিও তৈরি করে পোস্ট করতে পারবেন। ফলে ফেসবুক ব্যবহারকারীরাও আগের তুলনায় বেশি বিনোদনমূলক কনটেন্ট খুঁজে পাবেন।
ফেসবুক রিলসে আকারে বড় ভিডিও তৈরির পাশাপাশি ট্রেন্ডিং টেমপ্লেটস এবং গ্রুভস নামের সুবিধাও যুক্ত হচ্ছে। ট্রেন্ডিং টেমপ্লেটস সুবিধা কাজে লাগিয়ে রিলস ভিডিওতে বিভিন্ন টেমপ্লেটস ব্যবহার করা যাবে। অপর দিকে গ্রুভস সুবিধার মাধ্যমে গান বা সংগীতের তালে তালে ভিডিও তৈরি করা যাবে।
মেটার এক গবেষণায় দেখা গেছে, বর্তমানে ফেসবুক ব্যবহারের অর্ধেক সময়ই ভিডিও দেখেন ব্যবহারকারীরা। আইওএস, অ্যান্ড্রয়েড ও ডেস্কটপ সংস্করণে রিলস ভিডিও দেখার সুযোগ থাকায় নতুন এসব সুবিধা ব্যবহারকারীর কাছে দ্রুত জনপ্রিয়তা পাবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া