সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। দরাজ কণ্ঠ দিয়ে যেভাবে সঙ্গীতপ্রেমীদের মন জয় করে নিয়েছেন তেমনি ফেসবুকেও বেশ জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।
এবার ভক্তদের উদ্দেশ্যে দুঃখ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন।
এবারের একুশে বইমেলায় তার প্রথম বই ‘পোটকরা টু ম্যানহাটান’ প্রকাশ পেয়েছে। বইয়ের দাম একটু বেশি হওয়ায় দুঃখ প্রকাশ করে শনিবার নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন আসিফ আকবর।
তার সেই স্ট্যাটাসটির সংশ্লিষ্ট অংশ পাঠকের উদ্দেশে তুলে ধরা হলো –
‘ মেলা শেষ হলে স্টুডেন্টদের জন্য বইটিতে সর্বোচ্চ ছাড় দেয়া হবে। যেন ক্রয়ক্ষমতার কাছাকাছি থাকে। সেক্ষেত্রে শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি দেখালেই যে কোনো লাইব্রেরি থেকে বইটি সংগ্রহ করা যাবে। কিছু জটিলতার জন্য এখনি এই সুযোগটা দিতে পারছিনা। এজন্য দু:খিত। আমি চাই সবাই বইটি পড়ুক। আমি পেশাদার লেখক নই, তাই বাণিজ্যিক চিন্তাও মাথায় নেই। অন্যধারার প্রকাশক আমার সঙ্গে একমত পোষন করেছেন। আমি চাই বইয়ে লেখা মেসেজগুলো ছড়িয়ে পড়ুক তরুন প্রজন্মের মাঝে।
মহান ভাষা শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।’
সুত্র-যুগান্তর