বার্সেলোনা ও মেসি দ্বন্দ্বের অবসান হয়েছে। স্বস্তি ফিরেছে ফটবল জগতে। এরই মধ্যে সামনে এলো দারুল এক খবর। ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালের সবচেয়ে বেশি উপার্জনকারী ফুটবলার লিওনেল মেসি। দ্বিতীয় স্থানে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
ফোর্বসের মতে মেসির বাৎসরিক আয় প্রায় ১২৬ মিলিয়ন ডলার। আর রোনালদোর আয় ১১৭ মিলিয়ন ডলার। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নেইমার দ্য সিলভা। আর চতুর্থ স্থানে কালিয়ান এমবাপ্পে।
সেরা দশে স্থান পাওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের তিনজন ফুটবলার হলেন— মোহাম্মদ সালাহ, পল পগবা ও ডেভিড ডি গিয়া। সালাহ আছেন পঞ্চম স্থানে, পগবা ষষ্ঠ ও ডি গিয়া দশম।
বার্সেলোনার ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজমান আছেন সপ্তম স্থানে। রিয়াল মাদ্রিদের ওয়েলস তারকা গ্যারেথ বেলের ২০১৯-২০ মৌসুমটা ভালো না কাটলেও তিনি অবস্থান নিয়েছেন অষ্টম স্থানে। তার বাৎসরিক আয় ২৯ মিলিয়ন ডলার।
দুর্দান্ত একটি মৌসুম কাটানো বায়ার্ন মিউনিখের পোলিস স্ট্রাইকার রবার্ত লেভানডোফোস্কি আছেন নবম স্থানে।
সূত্র- বিডি প্রতিদিন