“বিতর্ক মানে যুক্তি, বিজ্ঞানে মুক্তি” এই শ্লোগানকে সামনে রেখে বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগীতা -২০২১ এর ঝিনাইদহ জেলার প্রতিযোগিতা গতকাল শুক্রবার ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীতায় ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টানা ৭ম বার ঝিনাইদহ জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ।
প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে মুক্তিযোদ্ধা মসিউর রহমান বালিকা বিদ্যালয়, ঝিনাইদহ দল। শ্রেষ্ট বক্তা নির্বাচিত হয়েছেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা খন্দকার মায়েশা রহমান।
গতকাল শুক্রবার সকাল ১০ টায় সুহৃদ সমাবেশ ঝিনাইদহ জেলার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সালামের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্ভোধন করেন ঝিনাইদহ সরকারি কেসি কলেজ এর অধ্যক্ষ ড.বি এম রেজাউল করিম। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমকাল ঝিনাইদহ জেলা প্রতিনিধি মাহমুদ হাসান টিপু। বিতর্ক প্রতিযোগিতা শেষে বিকালে অধ্যক্ষ ড.বি এম রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ান, রানার্স আপ দল ও শ্রেষ্ঠ বক্তার মাঝে পুরস্কার বিতারণ করেন।
এ প্রতিযোগিতায় জেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা মসিউর রহমান বালিকা বিদ্যালয়, ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, শহীদ স্মৃতি বিদ্যাপীট, ঝিনাইদহ নিউ একাডেমি, ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ, জমিলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ও এম কে মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদহ।
বিতর্ক প্রতিযোগিতা ১ম রাউন্ড, সেমিফাইনাল ও ফাইনাল এই তিনটি ধাপে অনুষ্ঠিত হয়। সেমিফাইনালে ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিপক্ষ ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয় ঝিনাইদহ-কে এবং মুক্তিযোদ্ধা মসিউর রহমান বালিকা বিদ্যালয় নিউ একাডেমি ,ঝিনাইদহ-কে পরাজিত করে ফাইনালে উন্নিত হয়। ফাইনালে ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মুক্তিযোদ্ধা মসিউর রহমান বালিকা বিদ্যালয়, ঝিনাইদহ-কে পরাজিত করে টানা ৭ম বারের মত চ্যাম্পিয়ন হয়। তাদের দলনেতা খন্দকার মায়েশা রহমান ১০২ নম্বর পেয়ে শ্রেষ্ট বক্তা নির্বাচিত হয়।
অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ঝিনাইদহের নারিকেল বাড়িয়া আমেনা খাতুন ডিগ্রী কলেজের উপাধ্যাক্ষ আব্দুস সালাম । এছাড়াও বিচারকের দায়িত্ব পালন করেন, হরিণাকুন্ডু সরকারি লালন শাহ কলেজের সহযোগী অধ্যাপক মোঃ শরিফুজ্জামান, ঝিনাইদহ আঃ রউফ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক খুরশিদ মোহম্মদ সালেহ ও একই কলেজের প্রভাষক শাহানুর আলম। ফলাফল তৈরিতে ছিলেন সুহৃদ সমাবেশ ঝিনাইদহ শাখার সাংগঠনিক সম্পাদক মিরাজ জামান রাজ। এছাড়া তাকে সহযোগীতা করেন সুহৃদ সদস্য খন্দকার গোলাম মতুর্জা ও আসিফ ইকবাল প্রান্ত। প্রতিযোগিতায় সার্বিক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে সমকাল ঝিনাইদহ জেলা প্রতিনিধি মাহমুদ হাসান টিপু।