জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে মুজিবনগর উপজেলা ইউএনও অফিস।
শুক্রবার সকাল দশটার সময় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে তার অফিস কার্যলয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এ সময় উপজেলা নির্বাহী অফিসার উসমান গনী বঙ্গবন্ধুর জন্মশত বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সকল কার্যক্রমের বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন এবং সকল পোগ্রাম কভার করে জনগনের মাঝে তুলে ধরার আহব্বান জানান।
এ সময় মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক প্রিন্স, সাধারন সম্পাদক শেখ শফি, সময়ের সমীকরন প্রতিনিধি হাসান মুস্তাফিজুর রহমান, মেহেরপুর প্রতিদিন প্রতিনিধি রেজাউল করিম,মেহেরপুরের চোখ প্রতিনিধি সোহাগ মন্ডল, দৈনিক অধিকার প্রতিনিধি শাকিল রেজা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষীকি পালন উপলক্ষে উপজেলার সবচেয়ে বড় আকর্ষনীয় বিষয় হলো আঁতশ বাজি। যা আগামীকাল ১১ তারিখ রাত সাড়ে ৮ টার সময় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হবে