“জাতির পিতার সম্মন রাখবো মোরা অম্লান”- এই শ্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাংচুর ও অবমূল্যায়নের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)র কুষ্টিয়া জেলায় কর্মকর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বঙ্গবন্ধু পরিষদ এর আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় শহরের শাপলা চত্বর বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বিএডিসি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও বিএডিসি কুষ্টিয়ার যুগ্মপরিচালক (সার) কৃষিবিদ মোঃ সেলিম হায়দাদের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিএডিসি কুষ্টিয়ার (সার) উপসহকারী পরিচালক মুহাম্মদ মাহবুব আলম, উপ-পরিচালক (বীজ) আবু জাফর মোঃ নেয়ামত উল্লাহ, বিএনডিসি (সেচ)’র নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম প্রমুখ।