কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীণ ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগ।
গতকাল বুধবার বিকালে কেদারগঞ্জ বাজার প্রাঙ্গণে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজার প্রাঙ্গণে রয়েল কাউন্টারের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে এক সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহীন, সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবার রহমান মধু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুস্তাকিম হক খোকন, মোনাখালী ইউনিয়ন আওয়ী লীগের সভাপতি রফিকুল ইসলাম অপা গাইন,
মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু, মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড. রুতশোভা বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন, উপজেলা শ্রমীকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল মন্ডল, বাগোয়ান ইউনিয়ন পরিষদের সাবেক (ভাঃপ্রাঃ) চেয়ারম্যান আক্কাস আলী,
জেলা পরিষদের সদস্য শাহীন উদ্দীন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারণ সম্পাদক তহমিনা খাতুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দীন লাভলু, সাধারণ সম্পাদক শেখ সাকিব, মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজের সাবেক সভাপতি সাহওয়ালীউল্লাহ সোহাগসহ আওয়ামী লীগ সংগঠনের নেতাকর্মীরা উক্ত বিক্ষোবে অংশ নেন।
বিক্ষোভ মিছিল শেষে রয়েল কাউন্টারের সামনে জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য রফিকুল ইসলাম তোতার সভাপতিত্বে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীণ ভাস্কর্যের হাত ও মুখের অংশ ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।