বছরে একাধিকবার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সুযোগ রেখে জাতীয় সংসদে পাস হয়েছে ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল-২০২০’।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে স্থায়ী কমিটির সুপারিশকৃত আকারে বিলটি সংসদে কণ্ঠভোটে পাস হয়। বিলটি পাস করার প্রস্তাব করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এর আগে, বিলটির ওপর আনীত সংশোধনী বাছাই কমিটিতে প্রেরণ ও জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ হয়ে যায়।
সংসদের বিরোধী দলের সদস্যরা এই বিলের বিরোধিতা করে বলেন, বিদ্যমান আইনে ট্যারিফ কমিশনের বছরে মাত্র একবার মূল্য নির্ধারণ করার সুযোগ ছিল। কিন্তু এই বিলের মাধ্যমে ট্যারিফ কমিশনকে যখন-তখন গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সুযোগ দেওয়া হয়েছে। এতে সাধারণ জনগণের ওপর চাপ বেড়ে যাবে। পণ্য মূল্য ও পরিবহণের ওপরও প্রভাব পড়বে।
‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিলে’ বলা হয়েছে, ট্যারিফ কমিশন প্রয়োজন বোধ করলে বছরের যেকোনো সময় এক বা একাধিকবার ট্যারিফ মূল্য বা শুল্ক বৃদ্ধি করতে পারবে।