যে চোখেতে আলো দেখি
দেখি অন্ধকার।
সেই চোখেই তোমায় দেখে
হলাম একাকার।
বন্ধু তুমি বন্ধু হবে
বন্ধু যে আমার।।
আমার বন্ধু ইস্কুলে যায়
আমি ঘরে বন্দি।
অপেক্ষাতে সারাটা দিন
দিলাম জবানবন্দি।
এমন বন্ধু ক’জনে পায়
হয় সে নিরাকার।।
আকারে সে যতোই কাছে
নিরাকারে বেশি।
মাঝখানে এক অতল নদী
বড়োই এলোকেশী।।
এলোকেশী সময়গুলো
ডাক দিলে আমায়।
বলছি আবার আসলে ফিরে
কি দিবো তোমায়?
তোমার আমার ভালোবাসা
নয় তো হারাবার।।