ডিসকর্ডের এআই চ্যাটবট ক্লাইড বন্ধ করে দেওয়া হচ্ছে। সম্প্রতি এক সাপোর্ট নোটে এমনটিই জানিয়েছে ডিসকর্ড। চ্যাটবটটির কার্যক্রম ডিসেম্বরের ১ তারিখ থেকে পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ডিএম-এ এখন আর ক্লাইডকে ব্যবহারের সুযোগ পাওয়া যাবে না।
চলতি বছর পরীক্ষামূলকভাবে ডিসকর্ড এই চ্যাটবটটি চালু করে। শুরু থেকেই তারা কমিউনিটির প্রধান অংশ হিসেবে এটিকে প্রতিষ্ঠিত করার চিন্তা করেছিল। কিন্তু সম্প্রতি তা বন্ধেরই ঘোষণা দেওয়া হয়েছে।
কেন, কি কারণে এই চ্যাটবট বন্ধ হচ্ছে তা এখনও জানা যায়নি। তবে অনেকে ধারণা করছেন, আপাতত বাতিল হলেও ভবিষ্যতে পেইড ফিচার হিসেবে এটিকে চালু করা হবে। এও হতে পারে, ডিসকর্ডের মতো প্লাটফর্মে এমন একটি ফিচারের তেমন প্রয়োজন নেই।
ডিসকর্ড তাদের প্লাটফর্মে অনেকগুলো ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। এভাবে ডিসকর্ডের ব্যবহারকারীরা অসংখ্য সুযোগ-সুবিধা পেতে পারেন। তারা কৃত্রিম বুদ্ধিমত্তার ডেভেলপারদের জন্য ভালো একটি প্লাটফর্ম গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ।