বন্যার্তদের সহযোগিতার মেহেরপুরের একঝাঁক শিক্ষার্থীরা জেলা প্রশাসকের হাতে ১ লক্ষ টাকা তুলে দিয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান এ টাকা গ্রহণ করেন।
মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মেহেরপুর সরকারী কলেজ, মেহেরপুর সরকারি মহিলা কলেজ ও মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থীরা মিলে বন্যার্তদের পাশে দাড়ানোর সিদ্ধান্ত নিয়ে নিজেদের সহপাঠি ও স্বজনদের কাছ থেকে ২/১শ করে টাকা নিয়ে এক লক্ষ টাকা সংগ্রহ করে।
সরাসরি বন্যার্তদের মাঝে এই টাকা পৌছে দেওয়ার ইচ্ছা থাকলেও সামনে পরীক্ষার কারণে বানভাসী মানুষের কাছে পৌছানো সম্ভব হয়ে উঠছে না এসকল শিক্ষার্থীদের। তাই বন্যার্তদের সহযোগিতার জন্য সংগ্রহীত ১ লক্ষ টাকা মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের হাতে তুলে দেয় শিক্ষার্থীরা।
এবিষয়ে মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মোঃ রলিপ হাসান জানান, মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মেহেরপুর সরকারী কলেজ ও মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ের ২৫ জন বন্ধু বান্ধবি মিলে সিদ্ধান্ত নিই বন্যার্তদের পাশে দাড়ানোর জন্য।
আমরা নিজেরা সহ আমাদের সহপাঠি ও স্বজনদের কাছ থেকে ২/১শ করে টাকা নিয়ে এক লক্ষ টাকা সংগ্রহ করি। সামনে আমাদের পরীক্ষা তাই আমাদের পক্ষে বানভাসী মানুষের কাছে পৌছানো সম্ভব হয়ে উঠছেনা। একারনে আমরা মেহেরপুর জেলা প্রশাসকের কাছে বন্যার্তদের জন্য সংগ্রহীত টাকা তুলে দিলাম।
জেলা প্রশাসকের পরামর্শে বন্যার্তদের সহযোগীতায় নগদ এক লক্ষ টাকা সুনামগঞ্জ জেলা প্রশাসকের ইমাজেন্সি রিলিফ একাউন্টে (নং-৫৯১০২০০০০৩২৮০) জমা করে দিয়েছি। এর পর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খানের কাছে ব্যাংক জমার রশিদ নিয়ে গেলে তিনি তা গ্রহণ করেন।