ভেসে গেল ভেসে গেল
বাংলার জনতার প্রিয় লন্ডন,
সর্বজনের প্রিয় দর্শনীয় স্থান
তলিয়ে গেল বন্যার জলে সব!
বন্যার করাল গ্রাসে সিলেট বাসী
রহিয়াছে তাহারা বিপাকে পড়ে,
ঘর বাড়ি গৃহ-পশু, মানুষ
যাইতাছে সব বন্যার জলে ভাসি!
বন্যার কবলে সিলেট বাসি
করিতেছে সবে আর্তনাদ,
এ কেমন পরীক্ষা নিচ্ছো আল্লাহ
কেহ নাহি জানি তুমি সব জানো হে আল্লাহ!
পুরো দেশবাসী করিতেছে সবে হায়! হায়!
বন্যার জলে ভাসিয়া গেল পুরো সিলেট বাসী,
দোয়া করি আল্লাহ সহায় হোন যেন
বানভাসি সকল জনতার প্রতি।