আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২২ সালের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) আইসিসি তাদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করে।
২০২২ সাল স্বপ্নের মতো কাটিয়েছেন বাবর আজম। ব্যাট হাতে সব মিলিয়ে ৪৪ ম্যাচ খেলে ৫৪.১২ গড়ে ৮টি সেঞ্চুরি ও ১৫টি ফিফটিতে করেছেন ২৫৯৮ রান। আর এমন পারফরম্যান্সে পুরস্কারস্বরূপ বর্ষসেরা ক্রিকেটারের খেতাব পেলেন বাবর আজম। ইংল্যান্ডের বেন স্টোকস, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও নিউজিল্যান্ডের টিম সাউদিকে পেছনে ফেলে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন বাবর।
এর আগে ২০২২ সালের ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন পাকিস্তানের এই অধিনায়ক। এই নিয়ে টানা দুইবার ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন বাবর। ২০২২ সালে ৯টি এক দিনের ম্যাচ খেলে ৩টি শতক ও ৫টি অর্ধশতকে ৬৭৯ রান করেন বাবর আজম।