বর্ষা এলেই আকাশ ফুঁড়ে
বৃষ্টি পড়ে ডালে,
টাপুরটুপুর সুরের তালে
পড়ে টিনের চালে।
বর্ষা এলেই খালের জলে
ব্যাঙের ডাকাডাকি,
পুকুর-ডোবায় নয়া ব্যাঙে
মেলে দুটি আঁখি।
বর্ষা এলেই রাস্তাঘাটে
কাদার ছড়াছড়ি,
কাদা জলে খোকা-খুকির
চলে গড়াগড়ি।
কদম, কেয়া ফুলের মেলা
চমক ডালে ডালে,
কী অপরূপ সজ্জা তাদের
এমন বর্ষাকালে।
বাদলধারার ঝমঝমাঝম
আঁকি শব্দছবি,
জলতরঙ্গে মুগ্ধ হয়ে
মন হয়ে যায় কবি।