ঝোরছে তো ঝোরছে
অবিরাম বৃষ্টি,
আকাশের বুক চিরে
বাদলের সৃষ্টি।
দোলা দেই মনে আজ
টিপটপ বরষে,
সাদা মেঘ জেগে আছে
এ কোন পরশে।
মনে পড়ে কবেকার,
সেই,সেদিনের অভিলাষ,
পাশাপাশি দুটি মনের
সাদাসিধে বৃষ্টিবিলাস।
ঝিরিঝিরি বাতাসে আজ
মন চাই হারাতে
আকাশে জমে থাকা
ঘন কালো মেঘেতে