বসন্ত এসেছে বছর ঘুরে
প্রানের স্পন্দন নিয়ে,
সবার মুখে হাসি ফুটেছে
বসন্তের ফুল দিয়ে।
শিমুল দেখো চেয়ে আছে
পলাশের ও তটে,
আপন মায়ায় ফুটে আছে
মুগ্ধ করে বটে।
হলুদ সাজে অঙ্গে জড়ায়
সেজেছে ঐ কন্যা,
কত সুন্দর লাগছে দেখো
নামটি যে তার বন্যা।
ফাগুন হাওয়া বইছে দেখো
গ্রাম বাংলার মাঠে
বাঁশির সুরে পাগল করে
পুকুর পাড়ের ঘাটে।