ছবি-৪
প্রিয়তমা,
তোমাকে প্রিয়তমা ডাকার অধিকার আমার নেই,
তবুও ডাকলাম তা নিয়ে
মাইন্ড করো না।
“সুমি”,তোমার কাছে আমার কিছু লিখা:-
কত ভালোবাসা দিবস গেলো
কত বসন্ত চলে গেলো,কিন্তু
তুমি তো আর চিঠি লিখো না।?
বিষাদ বিদ্দ্যা পাখির মত
চোখ নিয়ে বসে আছি,
আহত পাখির নেই ডানা
নেড়ে ছটফট করছি।
শুকনো পাতার মত,পড়ে আছি
নির্বাক আগুনের মত,ঝিমাচ্ছি-
তোমার দহনে জ্বলছি,”সুমি”
এর নাম কী সৃতী?।
সৃতী বড় যন্ত্রনাময়,তোমার
সৃতী আমায় ক্ষনে ক্ষনে কাদায়-
দয়া করে এর থেকে
মুক্তি চাই,মুক্তি দাও।