আফগানিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে জুলাইয়ের শেষ দিকে ভারতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের।
তবে কন্ডিশনের কথা বিবেচনা করে সিরিজটি স্থগিত করতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো। জুলাই-আগস্টে ভারতের গ্রেটার নয়ডায় সিরিজ খেলার জন্য বিসিবিকে সূচির প্রস্তাব করেছে আফগানিস্তান। অনানুষ্ঠানিক সূচি অনুযায়ী ২৫, ২৭ এবং ৩০শে জুলাই হওয়ার কথা রয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের। এরপর ২, ৪ এবং ৬ই আগস্ট টি-টোয়েন্টি সিরিজ খেলার সূচি জানানো হয়েছে বিসিবিকে। এমনটা জানানোর পরই বিসিবি সিরিজ স্থগিতের অনুরোধ জানিয়েছে। বিসিবি’র মতে, ভারতের সেই সময়ের আবহাওয়া আন্তর্জাতিক সিরিজ খেলার জন্য উপযুক্ত নয়। জুন থেকে সেপ্টেম্বর বর্ষার মৌসুম হওয়ায় উপমহাদেশে এই সময়টাকে অফ সিজন হিসেবে বিবেচনা করা হয়। কারণ এসময়ে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে।
কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে আছে বাংলাদেশ টিম। সেখান থেকে দেশে ফেরার তিন সপ্তাহ পরই ভারতের বিমান ধরতে হবে সাকিব আল হাসান-নাজমুল হোসেন শান্তদের। সেখান থেকে ফিরে আগস্টের মাঝামাঝি সময়ে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। যেখানে দু’টি ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। পাকিস্তানের পর বাংলাদেশকে খেলতে হবে ভারতের বিপক্ষে। সেই সফরেও তিন টি-টোয়েন্টি পাশাপাশি দুটি টেস্ট খেলবেন সাকিবরা।
চলতি বছরে বাংলাদেশকে টেস্ট খেলতে হবে সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ডিসেম্বর পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের সাতটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। লাল বলের ক্রিকেটের জন্য প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম ও সিলেটে তিনটি চারদিনের আন্তঃস্কোয়াড ম্যাচ খেলবেন মুমিনুল হকরা। যার ফলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেললে লাল বলের অনেক ক্রিকেটারকে ভারতে খেলতে যেতে হবে। এমনটা হলে ক্রিকেটারদের ওপর চাপ বেড়ে যাবে। একই কারণে আফগানিস্তানের বিপক্ষে দু’টি টেস্ট খেলতেও অনীহা দেখিয়েছে বিসিবি। সিরিজের মাসখানেক বাকি থাকলেও এখনো নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি আফগানিস্তানের ক্রিকেট বোর্ড।