নিউজিল্যান্ডে ১১ দিন ঘরবন্দি থেকে জড়তা চলে এসেছিল বাংলাদেশের ক্রিকেটারদের শরীরে। তবে মঙ্গলবার প্রথমবারের মতো অনুশীলন করে তা অনেকটাই কেটে গেছে।
ম্যাচ শুরুর আগে এভাবে কয়েক দিন অনুশীলন করতে পারলে শরীর ও মন দুটোই চাঙ্গা হয়ে উঠবে বলে মনে করেন কিপার-ব্যাটার লিটন দাস। ক্রাইস্টচার্চের লিঙ্কন বিশ্ববিদ্যালয় মাঠে বুধবার দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে মুমিনুল হকের দল।
আগামী বছরের প্রথম দিন থেকেই শুরু হতে যাচ্ছে দুই টেস্ট সিরিজের প্রথমটি। অর্থাৎ হাতে এখনও এক সপ্তাহের বেশি সময় আছে। এই টেস্ট সিরিজ কোনো চ্যানেলে দেখা যাবে না বলে শোনা খবরে এতদিন ধরে হতাশ ছিলেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। তবে জানা গেছে, দুটি চ্যানেল দেখাবে সিরিজটি।
টি-স্পোর্টস ও গাজী টিভি সরাসরি ম্যাচ সম্প্রচার করবে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দুটি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের দুটি চ্যানেলে খেলা দেখা যাবে। টি-স্পোর্টস ও গাজী টিভি সরাসরি ম্যাচ সম্প্রচার করবে। শুরুতে একটু সমস্যা ছিল, পরে আমাদের জানানো হয় খেলা দেখা যাবে। তাই হচ্ছে।’
সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে। আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে।