“শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য” এই প্রতিপাদ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৪ এবং জেলা কার্যকরী পরিষদ নির্বাচন সেশন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুর শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুর রউফ মুকুলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এদেশের একমাত্র হালাল পয়শা হচ্ছে আমাদের শ্রমী ভাইদের। আপনারাই সবার আগে জান্নাতে প্রবেশ করবে। শ্রমিকের জান্নাত পাওয়া সহজ মালিকের জান্নাত পাওয়া কঠিন।
আমরা যারা সাবলম্বী তারাদের উচিত এই অসহায় শ্রমজীবী ভাইদের সাহায্য করা। এই অল্প সাহায্যের মাধ্যমেই আমরা একটি সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোঃ আক্তারুজ্জামান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমীর মাওঃ তাজউদ্দিন খান ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মশিউর রহমান।
সম্মেলনের শেষ পর্যায়ে ২০২৪-২০২৫ সেশনের জন্য নতুন কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি হিসেবে আব্দুর রউফ মুকুল এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আব্দুল কাসেম (লিটন) নির্বাচিত হন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা শাখার সহ-সভাপতি সাকিল হোসেন সাব্বিরের সঞ্চালনায় এছাড়াও সম্মেলনে মেহেরপুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেরপুর সদর উপদেষ্টা মাওঃ সোহেল রানা, পৌর উপদেষ্টা সোহেল রানা ডলার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা শাখার সাবেক সভাপতি জারযিস হুসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাংনী উপজেলা উপদেষ্টা মোঃ রবিউল ইসলাম, মুজিবনগর উপজেলা উপদেষ্টা মাওঃ খান জাহান আলী প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, শ্রমিকরা এখনও বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার। তাদের ন্যায্য মজুরি থেকে শুরু করে কর্মস্থলে সুরক্ষার অভাব রয়েছে। এই সকল বিষয়গুলো আমরা নিয়মিত আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি।
আপনারা সবাই শ্রমিক কল্যাণ ফেডারেশনের সঙ্গে থেকে আমাদের এই আন্দোলনকে আরও শক্তিশালী করবেন বলে আশা করি।
আসুন, আমরা একসঙ্গে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করি।
এছাড়াও এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর সদর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ জাব্বারুল ইসলাম মাস্টারসহ বিভিন্ন স্থান থেকে আগত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে ও জামায়াতের সদস্যরা উপস্থিত ছিলেন।