নয়টি মাসের যুদ্ধের শেষে
বাংলার দামাল ছেলে,
এ দেশ মুক্ত করল বুকের
তাজা রক্ত ঢেলে।
পাক সেনাদের শাসন বেড়ি
ছিঁড়লো নিজের হাতে,
‘জয় বাংলা’ বিজয় ধ্বনি
মুক্তি পেলাম তাতে।
মায়ের মুখে ফুটল হাসি
সোনার বাংলা গানে,
যুদ্ধে জয়ে মিলল সবাই
ভালোবাসার টানে।
তাই তো গাই ফুল ও পাখিরা
বাংলা প্রান্ত জুড়ে,
বিজয়ের বাতাসে বাংলা
খুশিতে যায় মুড়ে।
তিরিশ লক্ষ প্রাণের দানে
বিজয় পেলাম হাতে
আলোর নাচন লাল সবুজের
বাংলার পতাকাতে।